সাতকানিয়ায় হেলপারের চাকরি দেওয়ার কথা বলে শিশুকে বলৎকারের অভিযোগে জসিম উদ্দিন (৪০) নামে এক বাস চালককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার ছদাহা ইউনিয়নের ছোট ঢেমশা ব্রাক্ষ্মণ পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। জসিম ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছোট ঢেমশা ফকির পাড়ার মৃত আবুল হোসেনের পুত্র।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ভুক্তভোগী শিশুটি কেরানীহাট আশশেফা হাসপাতাল সংলগ্ন এলাকায় চায়ের দোকানে চাকরি করতো। কষ্ট হওয়ায় কিছুদিন আগে সেই চাকরি ছেড়ে দেয়। এরপর নতুন চাকরি খুঁজছিল শিশুটি। ঘটনার দিন সন্ধ্যার দিকে সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় একটি গ্যারেজে বাস মেরামত করছিল জসিম। এ সময় শিশুটি সেখানে গেলে তাকে হেলপারের চাকরি দেওয়ার কথা বলে জসিম। পরে রাত ১টার দিকে তাকে ছোট ঢেমশা ব্রাক্ষ্মণ পুকুর এলাকায় নিয়ে যায় এবং জোরপূর্বক বলৎকার করে।