স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে হাটহাজারীতে তাণ্ডবের ঘটনায় গত ৩০ মার্চ অজ্ঞাত কয়েক হাজারকে আসামি করে থানায় ৬টি মামলা হয়। পরবর্তীতে গত ২২ এপ্রিল হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী ও বিএনপি নেতা মীর হেলালকে আসামি করে পৃথক তিনটিসহ এ পর্যন্ত ১০টি মামলা হয়। গ্রেফতার করা হয় হেফাজতের বেশ ক’জন গুরুত্বপূর্ণ নেতাসহ অসংখ্য নেতাকর্মীকে। আরও গ্রেফতার করা হয় জামায়াত নেতা সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী।
জেলা পুলিশ ও আদালত সূত্র জানায়, হাটহাজারী তান্ডবের ১০টি মামলা তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনীর ৪ সংস্থা। এর মধ্যে ২টি করে মামলার তদন্ত করছে পিবিআই ও সিআইডি। ১টির তদন্ত করছে জেলা ডিবি। বাকি ৫টি মামলা তদন্ত করছে হাটহাজারী থানা পুলিশ। জেলা পুলিশের প্রসিকিউশন শাখার একটি সূত্র জানায়, হাটহাজারীর ঘটনায় দায়ের হওয়া ১০ মামলায় এ পর্যন্ত ৭৯ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে হেফাজতের কেন্দ্রীয় নেতাসহ ১১ আসামি তান্ডবের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এছাড়া হেফাজতের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আজিজুল হককে ২ মামলায় ৬ দিন ও আফতাব উদ্দিন পিয়ারুকে ৩ মামলায় ৯ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।











