১৭ দিন পর আগামী ১৮ জুন কথা ছিল বিয়ের অনুষ্ঠানের। তার আগেই লাশ হতে হলো হাটহাজারীর মুদি দোকানদার সরোয়ার আযমকে (২৭)। গতকাল বুধবার সকালে দোকান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি মন্দাকিনী এলাকার বীর মুক্তিযোদ্ধা মরহুম সমশুল আলমের দ্বিতীয় ছেলে।
১নং ফরহাদাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আলী আকবর বলেন, সরোয়ার আযম বাড়ির পাশে একটি মুদির দোকান করেন। গত মঙ্গলবার দিবাগত রাতে ভাত খাওয়ার পর তিনি দোকানে ঘুমান। গতকাল বুধবার সকালে তিনি দোকান খোলেননি। দোকান বাইরে থেকে তালাবদ্ধ ছিল। দোকান খুলতে বিলম্ব হওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। তারা বাড়িতে খবর দেয়। পরে তার ভাই এসে দোকানের চালার টিন খুলে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূরুল আলম অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহদাত হোসেন ও থানার ওসি রফিকুল ইসলাম ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার ওসি (তদন্ত) রাজিব শর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। জড়িতদের আইনের আওতায় আনা হবে।









