ফিলিস্তিনিদের জন্য আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের ১৫ হাজার ডলার অনুদান

| বুধবার , ২ জুন, ২০২১ at ১১:৩৭ পূর্বাহ্ণ

ইসরায়েলি বর্বরতা ও নৃশংসতায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের খাদ্য ও চিকিৎসা সহায়তার অংশ হিসেবে দাতা সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৫ হাজার মার্কিন ডলার প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে উপস্থিত হয়ে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের হাতে এই সহায়তা প্রদান করেন। সাংসদ নদভীর সঙ্গে এসময় উপস্থিত ছিলেন ড. মোজাফফর হোসাইন নদভী, মুহাম্মদ আমিন নদভী প্রমুখ। রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় সাংসদ নদভী বলেন, বাংলাদেশের সরকার ও জনগণ সবসময় ফিলিস্তিনি জনগণের সাথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন, ফিলিস্তিনের সাথে বাংলাদেশের সম্পর্ক ও বন্ধুত্ব দীর্ঘদিনের। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার কঠোর নিন্দা জানানোর পাশাপাশি অবরুদ্ধ ফিলিস্তিন জনগণের জন্য দ্রুত সময়ের মধ্যে জরুরি ত্রাণ সহায়তাও প্রেরণ করেছেন।
জবাবে ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে বলেন, বাংলাদেশের জনগণের নিঃস্বার্থ সমর্থন ও অকৃত্রিম ভালোবাসা ফিলিস্তিন জনগণ সবসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঘুমাতে গেল হাসিখুশি, ভোরে পাওয়া গেল কলেজছাত্রীর লাশ
পরবর্তী নিবন্ধকুতুপালং ক্যাম্প পরিদর্শনে ইউএনএইচসিআরের প্রতিনিধি দল