কর্ণফুলীর চরপাথরঘাটায় ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন হাকিম আলী বলেছেন, রাষ্ট্র আর সমাজের বড় সম্পদ কিশোররা। তাদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। এদের বিপদগামীতা রোধ করতে না পারলে দেশের ভবিষ্যৎ অন্ধকার। কোন পেশাকে ছোট করে দেখা উচিত নয়। সবার আগে পড়ালেখা করতে হবে। তাহলে সফলতা তোমার হাতে। সামপ্রতিককালে কিশোর গ্যাং নামে যে অপরাধ বেড়েছে তা সুস্থ সমাজকে ভাবিয়ে তুলেছে। এ ব্যাপারে সবাইকে সম্মিলিতভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। গত সোমবার বিকেলে চরপাথরঘাটা মুক্তবিহঙ্গ ক্লাব পরিচালিত রক্তের সন্ধানে মুবিক ব্লাড ব্যাংকের ঈদ পুনর্মিলনী ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোরশেদ আলম পাপফুর সঞ্চালনায় এবং আরাফাত হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ সেলিম হক, সেলিম খাঁন, সাইফুদ্দীন সাইফ, জাহাঙ্গীর আলম, হাজি ইয়াছিন, উপদেষ্টা আলী জিন্নাহ, সাবেক সভাপতি মামুন, সাবেক সাধারণ সম্পাদক আজাদ উদ্দীন শাহিন, সাবেক সহ সভাপতি মহিউদ্দিন বাদশা, বর্তমান সভাপতি নাজিম উদ্দীন রিয়াদ, সাধারণ সম্পাদক বুলবুল আহমদ সুমন, দোস্ত মোহাম্মদ, সালাউদ্দিন সাদ্দাম, রাসেল রাইন, হেদায়েত ইসলাম রিমন, সাহাবুদ্দীন সিহাব, জে এস সামুন, সাইফুল ইসলাম সাকিব প্রমূখ।












