জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, এলাকার উন্নয়নের পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে পারলে উন্নয়নের সুফল পাওয়া যাবে না। তাই প্রতিটি ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনকে সম্মেলনের মাধ্যমে গতিশীল করতে হবে।
গত রবিবার বিকেলে পটিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আকম সামশুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, কৃষি বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুর রশিদ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী। উপস্থিত ছিলেন রাশেদ মনোয়ার, আইয়ুব আলী, বিজন চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, আবদুল খালেক, সেলিম চেয়ারম্যান, শাহাদাত হোসেন ফরিদ, রতন চক্রবর্তী, আবদুল্লাহ আল হারুন, আবু সালেহ চৌধুরী, আলমগীর খালেদ, ঋষি বিশ্বাস, এম এজাজ চৌধুরী, বেলাল উদ্দিন, ইঞ্জিনিয়ার মোরশেদ উল্লাহ প্রমুখ।