চন্দনাইশে ১ হাজার পিস ইয়াবা সহ গ্রেপ্তার ১

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ১ জুন, ২০২১ at ৬:২৭ অপরাহ্ণ

চন্দনাইশে ১ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মো. আবছার উদ্দিন (৩৫)।
গতকাল সোমবার (৩১ মে) দিবাগত রাতে উপজেলার দোহাজারী পৌরসভার পূর্ব দোহাজারীস্থ হাজারী পুকুর পাড় থেকে এসব ইয়াবা ও মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনার দিন রাতে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ দোহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ড পূর্ব দোহাজারী হাজারী পুকুর পাড়ের দক্ষিণ পার্শ্বে অভিযান চালায়।
এসময় ওই এলাকার আবদুস সালামের পুত্র মো. আবছার উদ্দিনকে আটক করে তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আবছার উদ্দিনের বিরুদ্ধে চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। তাকে আজ মঙ্গলবার (১ জুন) আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে।

পূর্ববর্তী নিবন্ধদেশে করোনায় আর ৪১ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধটেকনাফে বিদেশী পিস্তল-গুলি সহ আটক ১