এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ জুন, ২০২১ at ১:০৪ অপরাহ্ণ

কোভিড-১৯ পরিস্থিতির কারণে এসএসসি পরীক্ষা ২০২১-এর বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের সময় আগামী ৫ জুন পর্যন্ত বর্ধিত করেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। ৩০ মে শিক্ষাবোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি এর অতিরিক্ত আদায়ের সুযোগ নেই। অতিরিক্ত ফি আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় পানির দুর্ভোগ লাঘবের উদ্যোগ
পরবর্তী নিবন্ধঘাসফুল নির্বাহী পরিষদের সভা