নগরীর আগ্রাবাদে সন্ত্রাসী হামলায় ছুরিকাহত যুবক জাবেদ (২৩) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। এর আগে রোববার দিবাগত রাতে হামলার শিকার হন জাবেদ। হামলার ঘটনায় পুলিশ মো. বাবু নামের একজনকে রাতেই গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে হামলায় ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করে ডবলমুরিং থানা পুলিশ। ঘটনার পরই হত্যা প্রচেষ্টা ও ধারালো ছুরির আঘাতের অভিযোগে ডবলমুরিং থানায় মামলা হয়।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, রোববার সুপারিওয়ালা পাড়ায় ছুরিকাঘাতে আহত যুবক জাবেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে নয়টার দিকে মারা গেছেন। এর আগে হামলার ঘটনায় মামলা হয়েছিল। আমরা বাবু নামের একজনকে গ্রেপ্তার করেছি। হামলায় ব্যবহৃত ধারালো ছুরিও উদ্ধার করেছি। এখন মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তর হবে।