আজ দৃষ্টি বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

| মঙ্গলবার , ১ জুন, ২০২১ at ১:০২ অপরাহ্ণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গ্রিনফিনিটির সহযোগিতায় দৃষ্টি চট্টগ্রাম আয়োজন করেছে উবোমাস সোলার দৃষ্টি পরিবেশ দিবস বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা। আজ বিকেল ৫টায় প্রতিযোগিতা উদ্বোধন করবেন এসএমএমবি-এর সাধারণ সম্পাদক গোলাম বাকী মাসুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন। উল্লেখ্য, সারাদেশের স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে দুটি গ্রুপে। ক গ্রুপ- ৬ষ্ঠ হতে ৯ম শ্রেণি, খ গ্রুপ- ১০ম হতে দ্বাদশ শ্রেণি। প্রথম পর্বে নির্দিষ্ট বিষয়ের উপর বিরতিহীন অনধিক ৩ মিনিট একটি ভিডিও পাঠিয়েছে অংশগ্রহণকারীরা। ভিডিওগুলো ড্রাইভে সংরক্ষিত থাকবে যেখান থেকে বিচারকরা ভিডিও দেখে বিচারকাজ করতে পারবেন। ভিডিও প্রতিযোগিতায় বাছাই করা ভিডিওগুলো পরবর্তীতে ইভেন্ট পেজ থেকে শেয়ার করা হবে। প্রথম পর্বের দুটি গ্রুপ থেকে বাছাইকৃত ১০ (৫+৫) জনকে চূড়ান্ত পর্বের জন্য মনোনয়ন প্রদান করা হবে। বাছাইকৃত ১০ জনকে নিয়ে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। স্ট্রিম ইয়ার্ডের মাধ্যমে লাইভে করা হবে যেখানে প্রতিযোগীরা সরাসরি তাদের বক্তব্য উপস্থাপন করবে। চূড়ান্ত পর্ব বা ফাইনাল দৃষ্টি চট্টগ্রামের ফেসবুক পেজ থেকে সরাসরি সমপ্রচার হবে। ১ম রাউন্ডের ভিডিও প্রেরণের সময় আগামীকাল পর্যন্ত। চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ৫ জুন। যোগাযো-দৃষ্টি চট্টগ্রাম, ১৮/এ মেহেদীবাগ অথবা সামি ০১৯৫১০৫৯৫৩৯, সাখাওয়াত ০১৬২৮৯১৭৬২৬। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেলের তেল বিক্রির সময় খালাসি হাতেনাতে ধরা
পরবর্তী নিবন্ধআগ্রাবাদে ছুরিকাহত যুবকের মৃত্যু হামলাকারী গ্রেপ্তার