আওয়ামী নেতা সৈয়দ জামাল আহমদের মৃত্যুবার্ষিকী পালিত

| মঙ্গলবার , ১ জুন, ২০২১ at ১২:৫৯ অপরাহ্ণ

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম চেম্বারের সাবেক সহ সভাপতি সৈয়দ জামাল আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করেছে বড়উঠান ইউনিয়ন আওয়ামী লীগ। গতকাল সোমবার দুপুরে উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকার মরহুমের নিজ বাড়িতে কবর জেয়ারত ও পুষ্পমাল্য অর্পণ, খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগ। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেনর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মন্নান খানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা শামশুল আলম, শ্রম বিষয়ক সম্পাদক শেখ সেলিম, মরহুম জামাল আহমেদের বড় ছেলে তরুণ উদ্যোক্তা সৈয়দ জালাল আহমেদ রুম্মান, ক্রীড়া সম্পাদক শহীদুল্লাহ মিয়া, সদস্য সৈয়দ মাসুদ হাসান, তরুণ উদ্যোক্তা সৈয়দ রুম্মান আহমেদ, ইউপি সদস্য ইউসুফ, সাবেক সদস্য এমদাদ চৌধুরী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ শহীদ, সমাজ কল্যাণ সম্পাদক মো. সাইফুদ্দীন, সহ-সম্পাদক মো. এনাম, উপজেলা শ্রমিক লীগ লীগের সহ সভাপতি মো. সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. পারভেজ খাঁন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো. ওয়াহিদ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ মহানগরের সভাপতি সৈয়দ রবিউল হোসেন বাঁধন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, তানভীর আমিন শুভসহ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডা. গোলাম মর্তুজা হারুনের মাগফেরাত কামনায় ড্যাবের দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধরেলের তেল বিক্রির সময় খালাসি হাতেনাতে ধরা