চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস) চট্টগ্রাম ব্যুরো প্রধান কলিম সরওয়ারের বড় ভাই সাবেক কাউন্সিলর আবদুর রহিম গতকাল সোমবার ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে….রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান। গতকাল সোমবার বাদে মাগরিব বাকলিয়াস্থ মোস্তাফিজুর রহমান চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন মসজিদ ময়দানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আবদুর রহিমের মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ গভীর শোক প্রকাশ করেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।