জয় দিয়ে শুরু করেছে সাকিবের মোহামেডানও। যদিও সহজ ম্যাচটাকে কঠিন করে জিতেছে সাকিবরা। সাকিবের অল আউন্ড নৈপূন্যে শেষ পর্যন্ত ৩ উইকেটে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে মে,াহামেডান। যদিও ৫ রানের মধ্যে ৪ উইকেট তুলে নিয়ে নাটকীয় জয়ের আশা জাগিয়েছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। তবে শেষরক্ষা করতে পারেনি দলটি। দারুণ এক ছক্কায় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে জয় এনে দিয়েছেন আবু হায়দার। পাঁচ বছর পর প্রিমিয়ার লিগে ফেরার দিনে ব্যাটে-বল উজ্জ্বল সাকিব। শেষ ওভারে ১৫ রান দিলেও, এর আগ পর্যন্ত ভালো বোলিংয়ে বেঁধে রেখেছিলেন ব্যাটসম্যানদের। ৪ ওভারে ২৯ রানে নেন ২ উইকেট। পরে ব্যাট হাতে ২২ বলে খেলেন ২৯ রানের ইনিংস।