চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য ও নিয়ালকো অ্যালয়েস লিমিটেডের চেয়ারম্যান গাজী মোকাররম আলী চৌধুরী মা ও শিশু হাসপাতালের জন্য ৩০ টি ফ্লো মিটারসহ বড় সাইজের অক্সিজেন সিলিন্ডার অনুদান প্রদান করেন। গতকাল সোমবার নিয়ালকো অ্যালয়েস লিমিটেডের চেয়ারম্যান গাজী মোকাররম আলী চৌধুরী হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ট্রেজারার মো. রেজাউল করিম আজাদের কাছে অনুদান হস্তান্তর করেন। এসময় আরো উপস্থিত ছিলেন নিয়ালকো অ্যালয়েসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মতিন, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সদস্য হারুন ইউছুপ, মোহাম্মদ সাগির, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডা. এ কে এম আশরাফুল করিম, ডা. আবু সৈয়দ চৌধুরী, ম্যানেজার আনোয়ার হোসেন নয়ন, শাহ মো. ইমরান, অ্যাডভোকেট এহতেশাম রিশতা, হাসপাতালের আজীবন সদস্য শাহ জামান, এম. মাহমদুর রহমান শাওন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।