বিজিসি ট্রাস্ট ভার্সিটিতে ইংরেজি বিভাগের ওয়েবিনার

| মঙ্গলবার , ১ জুন, ২০২১ at ১২:২৮ অপরাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে কমিউনিকেশন ফর সাকসেস -এর উপর ওয়েবিনার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় প্রধান আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরী, মুখ্য আলোচক ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুর রশিদ।
প্রধান অতিথির বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হলে নিয়মিত স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের বিকল্প নাই। কারণ এইসব প্রোগ্রাম থেকে ছাত্র-ছাত্রীরা অনেক কিছু জানতে পারে। তিনি একাডেমিক শিক্ষার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মুখ্য আলোচক অধ্যাপক মো. আব্দুর রশিদ তার মূল বক্তব্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন এবং ইফেকটিভ কমিউনিকেশনের নানা কৌশল তুলে ধরেন। পরে সাকসেস ফর কমিউনিকেশন প্রোগ্রাম বিষয়ে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়। ওয়েবিনার আলোচনা সভায় শিক্ষার্থীদের পাশাপাশি ইংরেজি বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাসনাবাদে ২৫ দুস্থ পরিবারকে সেলাই মেশিন ও ছাগল প্রদান
পরবর্তী নিবন্ধনজরুলের সাহিত্য সাধনাও তার শ্রেণি অবস্থান থেকেই প্রস্ফুটিত