রবীন্দ্র নজরুল সুকান্ত জন্মজয়ন্তী উদযাপন দিশারী খেলাঘর আসরের উদ্যোগ

| মঙ্গলবার , ১ জুন, ২০২১ at ১২:২৭ অপরাহ্ণ

গান, কবিতা আবৃত্তি ও অনুভূতি প্রকাশের মধ্যে দিয়ে বাংলা সাহিত্যের তিন দিকপাল রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী উদ্‌যাপন করেছে দিশারী খেলাঘর আসর। গত ২৮ মে বোয়ালখালী উপজেলা সদরের খেলাঘরের অস্থায়ী কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে এ আয়োজন। গান ও কবিতা আবৃত্তির ফাঁকে ফাঁকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং কিশোর কবি সুকান্তের জীবন ও কর্মের ওপর আলোচনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন খেলাঘর বোয়ালখালী উপজেলা কমিটির সভাপতি আবুল ফজল বাবুল, দিশারী খেলাঘর আসরের উপদেষ্টা শ্যামল বিশ্বাস, সোপান খেলাঘরের সভাপতি মো. জসিম উদ্দিন, মানবাধিকার সংগঠক গোলাম মোস্তাফা মেম্বার, সংগঠক প্রদীপ বিশ্বাস, শুভাশী চৌধুরী, পিকলু সরকার,ছাত্রনেতা রুপম দাশ ,উপমা দত্ত, লিলি দে, অর্চি দে। আসরের সহ সভাপতি ফারজানা ইয়াছমিনের সভাপতিত্বে সহসাধারণ সম্পাদক নাজমা আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে তিন কবির সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন প্রিয়া নাথ, অপর্না চৌধুরী, জয় চৌধুরী। আবৃত্তি পরিবেশন করেন অভয় তালুকদার, ফারিহা নঈম ঐশী, পুষ্পিতা তালুকদার, অন্বেষা দেব, অনন্যা দেব, তন্ময় দে দুর্জয়। সংগীত পরিবেশন করেন মনিষা শীল, সোনিয়া শীল, জান্নতুল ফেরদৌস, প্রবীর শীল, রাজিয়া সুলতানা, সানজিদা আকতার লিজা, দীপালি শীল, অন্তু ধর, পুজা, মনিষা চৌধুরী ও নিশীতা চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৫৪ হাজার শিক্ষক নিয়োগে বাধা নেই
পরবর্তী নিবন্ধচবি উপাচার্যকে শান্তনু বিশ্বাসের ‘প্রসেনিয়াম’ শীর্ষক নাট্যপত্র উপহার প্রদান