চকরিয়া ও হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

আনোয়ারা-বাঁশখালীতে আহত ৫

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১ জুন, ২০২১ at ১০:৫১ পূর্বাহ্ণ

চকরিয়া ও হাটহাজারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও একজন আহত হয়েছেন। এছাড়া আনোয়ারা ও বাঁশখালীতে আহত হয়েছেন আরো ৫ জন। গতকাল সোমবার পৃথক এসব দুর্ঘটনা ঘটে।
চকরিয়া প্রতিনিধি জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া আজিজনগর জাঙ্গালিয়া ঢালা এলাকায় কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো এক আরোহী। গতকাল সোমবার বিকেল তিনটার দিকে এই ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম নুরুল ইসলাম (২৭)। তিনি চকরিয়ার বরইতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুড়ার পাড়ার আবদুল কাদেরের ছেলে। এছাড়া গুরুতর আহত হন একই এলাকার মো. আবদুল হান্নান (২৫) নামে আরেক যুবক।
বরইতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল আহমদ সিকদার জানান, মহাসড়কের জাঙ্গালিয়া ঢালায় মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে দ্রুতগামী কাডার্ড ভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে হতাহত দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। তবে অপরজন এখনো চিকিৎসাধীন রয়েছেন। নিহত আরোহী নুরুল ইসলামকে রাতেই জানাজার নামাজ শেষে দাফন করা হয়েছে। তিনি জানান, হতাহত দুইজনই মোটর সাইকেলযোগে চট্টগ্রাম থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।
আমাদের হাটহাজারী প্রতিনিধি জানান, উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. মারুফ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের ইছাপুর চারা বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ইছাপুর বাজার সংলগ্ন বাঁশি কোম্পানি বাড়ির তৈয়বের ছেলে এবং ইছাপুর খেলোয়াড় সমিতির গোলরক্ষক ছিলেন।
মারুফ বালু বোঝাই একটি চাঁন্দের গাড়ি নিয়ে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। পথে ইছাপুর চারাবটতল কমিউনিটি হেলথের সামনে গাড়িটি উল্টে গেলে তিনি নিচে চাপা পড়েন। এতেই ঘটনাস্থলে মারা যান। সংবাদ পেয়ে গহিরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানান হাইওয়ে পুলিশের ওসি কামরুল আজম। গতকাল দুপুরে নামাজে জানাজা শেষে লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
আমাদের আনোয়ারা প্রতিনিধি জানান, উপজেলার পিএবি সড়কের শোলকাটা এলাকায় গতকাল সোমবার সন্ধ্যা সাতটায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী মিনি ট্রাককে (চট্ট-মেট্রো ন- ১১ ৩৪৮২) যাত্রীবাহী একটি সিএনজি টেঙি পেছন থেকে ধাক্কা দিলে তিনযাত্রী আহত হন। আহতরা হলেন, বাঁশখালী উপজেলার চাঁনপুর গ্রামের আবদুল রহিম (৫৫), লক্ষ্মীপুর জেলার সদর থানার খিল বাইছড়া এলাকার নেয়ামত উল্লাহ্‌ ফোরকান (২৫) ও আনোয়ারা চাতরী ইউনিয়নের ডুমুরিয়া এলাকার আকলিমা আকতার (২৫)।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে আবদুল রহিমের অবস্থায় আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে দায়িত্বরত চিকিৎসক এইচ এম মোনতাসির মাহিন। আনোয়ারা থানার উপ পুলিশ পরিদর্শক সালাহ উদ্দিন জানান, দুর্ঘটনার পর টেঙি চালক পালিয়ে যাওয়ায় তাকে পাওয়া যায়নি।
আমাদের বাঁশখালী প্রতিনিধি জানান, উপজেলার প্রধান সড়কে শীলকূপ টাইমবাজার ব্রিজের উত্তর পাশে গতকাল সন্ধ্যায় রাইচ মিল এলাকায় সিএনজি-আটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আলী হোসেন (৬০) ও সাখাওয়াত হোসেন (২৮) নামে দু’জন গুরুতর আহত হয়েছেন। এতে গুরুতর আহত আলী হোসেনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে অপরজন স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন। আহত আলী হোসেনের বাড়ি শিলকূপ ইউনিয়নের মাইজপাড়া ও রিকশা চালক সাখাওয়াত হোসেনের বাড়ি একই ইউনিয়নের আদর্শ গ্রামে। এ ব্যাপারে জানতে চাইলে থানা পুলিশ অবগত নয় বলে জানান কর্তব্যরত পুলিশ কর্মকর্তা ।

পূর্ববর্তী নিবন্ধদোষ স্বীকার করে বিতর্কিত বক্তা আমির হামজার জবানবন্দি
পরবর্তী নিবন্ধপ্রকল্পের ৩৭ কোটি টাকাই পরামর্শক ব্যয়, প্রশ্ন তুলেছে কমিশন