নগরীর বায়েজিদে রাতের আঁধারে পাহাড় কাটার সময় হাতেনাতে গ্রেপ্তার মিলন হোসেন (৩৫) নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত। গত রোববার দিবাগত রাতে শেরশাহ সরকারি কলোনি কেজি স্কুলের পেছন থেকে গ্রেপ্তারের পর গতকাল সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান। গ্রেপ্তার মিলন পাবনা জেলার চাটমোহর থানাধীন বোয়ালমারি এলাকার মৃত রওশন আলীর ছেলে। তিনি আরেফিন নগর বাজারের পেছনে আরফিন নগর মসজিদের পাশে বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান জানান, আরেফিন নগর জোহরা একাডেমি নামক স্কুলের পাহাড়ে কিছু লোকজন রাতের আঁধারে পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করছেন- গোপন সূত্রে এমন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ২টার দিকে অভিযান চালিয়ে মিলন হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় পুলিশ দেখে মাটি কাটার কাজে নিয়োজিত ৪-৫ জন পালিয়ে যান। গ্রেপ্তার মিলনের বিরুদ্ধে পাহাড় কাটা, মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে ইমারত নির্মাণ আইনে মামলা করা হয়েছে।