মারমা সমপ্রদায়ের শিক্ষকের সৎকারে গাউসিয়া কমিটি

| সোমবার , ৩১ মে, ২০২১ at ১১:২১ পূর্বাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলা চেয়ারম্যান অং সুই প্রু চৌধুরীর বড় ভাই এবং বেতবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উচা প্রু চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে গতকাল সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক শামসুদ্দিন শিশিরের অনুরোধে সৎকার কাজে এগিয়ে আসে গাউসিয়া কমিটি বাংলাদেশ। প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ারের তত্ত্বাবধানে সংগঠনটির মানবিক টিমের পাঁচলাইশ থানা শাখার সদস্যরা মারমা বৌদ্ধদের ধর্মীয় রীতি অনুযায়ী তাঁর লাশের গোসল শেষে কাউখালীস্থ বেতবুনিয়ায় নিজ বাড়িতে নিয়ে গেলে রাঙামাটি জেলা গাউসিয়া কমিটির মানবিক টিমের সদস্যরা তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় সহায়তা করেন। তাঁর সৎকারে কাজে দায়িত্ব পালন করেন গাউসিয়া কমিটি পাঁচলাইশ টিমের সদস্য মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ মাসুম এবং আবুল হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএসোসিয়েশন অব এলায়েন্স ক্লাব চিটাগাং কোর্ট হিলের হুইলচেয়ার বিতরণ
পরবর্তী নিবন্ধপথশিশু ও ছিন্নমূলদের মাঝে এইচপিএফের খাদ্য বিতরণ