বিলাসবহুল গাড়ি নির্মাতা ব্র্যান্ড বুগাটি স্মার্টওয়াচ বানাতে জোট বেঁধেছে ঘড়ি নির্মাতা ভিটার সঙ্গে। সর্বাধুনিক প্রযুক্তির নতুন তিন স্মার্টওয়াচ উন্মোচনও করেছে প্রতিষ্ঠানটি। খবর বিডিনিউজের।
স্মার্টওয়াচ তিনটির নামও বুগাটি রেখেছে নিজেদের আইকনিক তিনটি ব্র্যান্ডের নামে। এগুলোর নাম হল যথাক্রমে বুগাটি পার স্পোর্ট, ল্য নোয়া এবং ডিভো। প্রত্যেকটি ঘড়িতে দেখা মিলবে বুগাটি সিরামিকের। এ ছাড়াও ওয়ারেন্টি মিলবে প্রত্যেক মডেলে পাঁচ বছর করে। গিজমো চায়না এক প্রতিবেদনে বলেছে, মডেলগুলোর সরবরাহ সীমিত হবে বলে ধারণা করা হচ্ছে। ডিটি নেঙটের প্রতিবেদন বলছে, ৯০টি ভিন্ন ভিন্ন স্পোর্ট মোড, স্বাস্থ্য ও সুরক্ষা সেন্সর থাকবে প্রতি মুহূর্তে গুরুত্বপূর্ণ নজরদারির জন্য। তাছাড়া থাকবে অ্যাকসিলেরেশন এবং জিপিএস। এর ‘ডুয়াল-পারপাস’ ‘হার্ট সেন্সর’ হৃদস্পন্দনের মাত্রায় নজর রাখবে। ঘড়ির স্ট্র্যাপ হিসেবে থাকছে রাবার এবং টাইটেনিয়ামের স্ট্র্যাপ। আগ্রহীরা যেটি ভালো লাগবে সেটি বেছে নিতে পারবেন। ঘড়িটিতে থাকবে ৩৯০ বাই ৩৯০ পিঙেল এলইডি টাচ স্ক্রিন। স্ক্র্যাচ রেসিস্ট্যোন্ট সিরামিক বেজেলে তৈরি এ ঘড়ির ওপরে থাকবে স্যাফায়ার ক্রিস্টাল।