আছাদগঞ্জ শুটকী ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান

| সোমবার , ৩১ মে, ২০২১ at ১০:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আছাদগঞ্জ শুটকী ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নবগঠিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহাম্মদ নুরুন্নবী সওদাগরের সভাপতিত্বে আছাদগঞ্জস্থ সমিতির কার্যালয়ে গতকাল রবিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।
এতে আছাদগঞ্জ শুটকী ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত সভাপতি হাজী আবু নাছের, সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দুল মোনাফ সওদাগর, সহ-সভাপতি মো. ফোরকানুল ইসলাম, সহ-সভাপতি আলী মোহছেন, সাধারণ সম্পাদক মো. ওসমান হায়দার রানা, সহ-সাধারণ সম্পাদক এম এ নাছের এরফান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. শওকত হোসেন, অর্থ সম্পাদক মো. মোসলিম উদ্দীন, তথ্য ও প্রচার সম্পাদক মুহাম্মদ ইয়াছিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক রাজীব বড়ুয়া, কার্য-নির্বাহী সদস্য জাহেদ উদ্দীন ম্‌িটু, রশিদ আহমদ, আবু তাহের, নাছির উদ্দীন ও এখলাছুর রহমান শপথ বাক্য পাঠ করেন। অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহাম্মদ নুরুন্নবী সওদাগর শপথ বাক্য পাঠ করার মাধ্যমে অভিষেক সম্পন্ন করেন এবং নির্বাচন পরিচালনা কমিটির সচিব হাজী আবুল হাশেম মাস্টার সূচনা বক্তব্য রাখেন। মুহাম্মদ ওসমান গণির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এম হাসান মাহমুদ চৌধুরী, মো. সাজ্জাদ পারভেজ সোহেল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগরিব মেধাবী শিক্ষার্থীর পাশে লায়ন্স ক্লাব অব ব্লুমিং স্টার
পরবর্তী নিবন্ধবিএসআরএমের বক্তব্য