লোহাগাড়ায় ১৩ হাজার পিস ইয়াবাসহ ৪ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ মে) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচার কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও মোটরসাইকেল।
গ্রেপ্তারকৃতরা হলো ফরিদপুরের ভাঙ্গা থানার মমিন উদ্দিন খাঁনের পুত্র আবু জাফর প্রকাশ বাচ্চু (৫৩), একই এলাকার মৃত ইদ্রিস মিয়ার পুত্র রেজাউল করিম (৫০), কক্সবাজারের উখিয়া থানার পালংখালী বালুখালী এলাকার আবুল কালামের পুত্র সাইফুল ইসলাম (৪০) এবং পাবনা সদরের ভবানীপুর এলাকার আতিয়ার হোসেনের পুত্র হেলাল উদ্দিন (২৬)।
পুলিশ জানায়, প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে আবু জাফর ও রেজাউল করিমের কাছে পাওয়া যায় ১০ হাজার পিস ইয়াবা। এছাড়া মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম ও হেলাল উদ্দিনের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৩৯ লাখ টাকা।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।
আজ রবিবার (৩০ মে) সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।