মীরসরাইয়ের ৫নং ওচমানপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানকে (৬০) পিটিয়ে হত্যার ঘটনায় বিবৃতি দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ড। গতকাল শনিবার হত্যাকারীদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে এই বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, একজন বীর মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেয়া যায় না। অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় আনতে হবে। এজন্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি’র দৃষ্টি আকর্ষণ করেন তারা। বিবৃতিতে সংহতি জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার এ কে এম সরওয়ার কামাল দুলু, সহকারী কমান্ডার যথাক্রমে আহমেদ হোসেন, কামাল হোসেন গেদু, আবুল হোসেন মাস্টার, নুরুল আমিন, মো. আলাউদ্দিন, মো. নাসির উদ্দিন, বদিউজ্জামান, আবদুর রাজ্জাক, মো. হারুন, নুর মোহাম্মদ, জহিরুল ইসলাম, দিলীপ কান্তি দাশ, বোরহান উদ্দিন, মোহাম্মদ ইসহাক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












