বোয়ালখালীর বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও চাল বিতরণ করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি। বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে শাকপুরা ও পশ্চিম গোমদন্ডী ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ১ বান্ডেল করে ঢেউটিন, নগদ ৩০০০ টাকা এবং ৩০ কেজি চাল প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি শামীম আরা বেগম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত শাহাদাত হোসেন, পৌরসভা মেয়র আবুল কালাম আবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম, পিআই ও মো. ইসমাইল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।