সাতকানিয়ার কেরানীহাটে অগ্নিকাণ্ডে বনফুল শো রুমসহ ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অর্ধ-কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। গতকাল শনিবার সকাল সাড়ে নয় টার দিকে কেরানীহাট নিউ মার্কেটের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেরানীহাট নিউ মার্কেটের দ্বিতীয় তলায় ক্যান্ডি নামক রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। এরই মধ্যে বনফুল শো রুম ও ক্যান্ডি রেস্টুরেন্ট পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া ওয়ালটন শো রুমের আংশিক ক্ষতিগ্রস্ত হয়। বনফুল শো রুম ও ক্যান্ডি রেস্টুরেন্টের অংশীদার মাস্টার আবু বক্কর জানান, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে আমরা বুঝতে পারছি না। তবে যখন আগুন ধরেছে তখন ক্যান্ডির রান্না ঘর বন্ধ ছিল। সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. জুলহাস উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করি। পরে চন্দনাইশ ফায়ার সার্ভিস কর্মীরাও আমাদের সাথে যোগদান করে। দুই স্টেশনের ৪টি ইউনিট টানা ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আশপাশে কোথাও পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লেগেছে। তিনি আরো জানান, আগুনের সূত্রপাতের বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। এছাড়া আমরা এখনো ক্ষয়ক্ষতির হিসাব করিনি। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর থেকে ফায়ার সার্ভিসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি।