এখন প্রয়োজন জিয়াউর রহমানের মতো একজন সৎ দেশনায়কের

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এরশাদ উল্লাহ

| রবিবার , ৩০ মে, ২০২১ at ১১:০৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে ঈদ পূনর্মিলনী পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ডে গত শুক্রবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির ১ নম্বর সদস্য এরশাদ উল্লাহ। পাঁচলাইশ ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মো. ইসমাইলের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুল আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মো. আজম উদ্দিন, মহানগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ইয়াকুব চৌধুরী, শরীফ উদ্দিন খান, বায়েজিদ থানা বিএনপির সহ-সভাপতি নুর মোহাম্মদ, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. সগির, চান্দগাঁও সভাপতি ইলিয়াছ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদুল করিম রানা। উপস্থিত ছিলেন সাবেক চবি ছাত্রদল নেতা মো. আশরাফ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আবু ইউসুফ, পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মো. ইসমাইল বালি, বায়েজিদ থানা বিএনপির যুগ্ম সম্পাদক এম এইচডি সেলিম, চান্দগাঁও বিএনপি নেতা মোশারফ হোসাইন, পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সোলায়মান বাদশা। বিএনপি নেতা নুরুল আলম, ইয়াকুব, মো. বাদশা, মো. কাজল, হাজী দিদারুল আলম (খাজা) প্রমুখ।
এতে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ উল্লাহ বলেন, বর্তমান সরকার যেভাবে অগণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করছেন তাতে বাংলাদেশের স্বাধীনতা এবং অর্থনীতি দুটিই হুমকিতে পড়েছে। নির্বাচনের নামে তারা জাতির সাথে যে তামাশা করেছে তা অত্যন্ত লজ্জাজনক ও দুঃখজনক। তারা গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন কায়েম করার লক্ষে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো একজন দেশনায়ক খুবই প্রয়োজন। তিনি কোনদিন দুর্নীতি, লুটপাটের সঙ্গে জড়িত ছিলেন না। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তিনি ঈমানদারিত্বের পরিচয় দিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুবলীগ নেতার পাশে ব্যারিস্টার আসিফ
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে বাসচাপায় অটোরিকশা চালক নিহত