নালায় পাঁচ ফুট লম্বা অজগর

উদ্ধারের পর চিড়িয়াখানায় হস্তান্তর

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩০ মে, ২০২১ at ১০:৩১ পূর্বাহ্ণ

ভাটিয়ারী লিঙ্ক রোডে রাস্তার পাশের নালা থেকে পাঁচ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে স্থানীয়রা। পরে সাপটি চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়। সাপটিকে বর্তমানে আলাদা করে রাখা হয়েছে। কয়েকদিন পর সেটাকে খাঁচায় রাখা হবে। উদ্ধার করে অজগরসহ চট্টগ্রাম চিড়িয়াখানায় অজগর সাপের সংখ্যা ২৩ এ উন্নীত হলো।
চট্টগ্রাম চিড়িয়াখানার ভারপ্রাপ্ত ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করে বলেন, বিকেল ৫টার দিকে আজগর নামে এক ব্যক্তি অজগরটি চিড়িয়াখানায় নিয়ে আসে। সাপটি অসুস্থ বোধ করছে। সেটাকে আমরা কোয়ারিন্টাইনে রাখছি। কয়েকদিন দেখে খাঁচায় ছেড়ে দিব। চিড়িয়াখানার এ চিকিৎসক বলেন, অজগর কিছু খাওয়ার পর দীর্ঘক্ষণ রেস্টে থাকে। এসময় নড়াচড়া করে না। ধারণা করছি, মুরগী জাতীয় কিছু খেয়েছিল নালায় বিশ্রাম নিচ্ছিল সাপটি। ধরার সময় অনেক নড়াচড়া করা করা হয়। এতে বেশ দখল গেছে তার উপর। ভাটিয়ারী এলাকার পাহাড়গুলোতে অজগর সাপের আনাগোনা আছে বলেও জানান তিনি। অজগরটিকে নিয়ে আসা মো. জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, ভাটিয়ারী-বড়দীঘি সড়কের রাস্তার পাশে আগাছা পরিষ্কারের সময় অজগরটি পাওয়া যায়। উদ্ধার করার সময় এটার পেট ফোলা ছিল। নড়াচড়াও কম করছিল।

পূর্ববর্তী নিবন্ধডা. গোলাম মর্তুজা হারুনের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধআত্মহত্যা বাড়ছে কেন সমাধান কোন পথে