নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকা থেকে চোরাই রেভিনিউ স্ট্যাম্পসহ মো. সোলাইমান (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় নগর গোয়েন্দা পুলিশের (বন্দর) উপ-পুলিশ কমিশনার মো. ফারুক উল হক আজাদীকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত ওই যুবকের কাছ থেকে ৫শ টাকা সমমূল্যের মোট ২শ পিস চোরাই রেভিনিউ স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় একটি মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।