শহীদ শাহাদাৎ দিবসে চটগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা। পরবর্তীতে জেলা কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন জেলা কমিটির কোষাধ্যক্ষ ডেনি বিশ্বাস, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক অয়ন সেন গুপ্ত, এস এম নাবিল, মো. জীবন, তপু বড়ুয়া, শুভ নাথ, শুভ দেবনাথ প্রমুখ।
সংগঠনের জেলা সাধারণ সম্পাদক ইমরান চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তারা বলেন, ক্যাম্পাসে সামপ্রদায়িকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রাণ হারাতে হয় ছাত্র ইউনিয়ন নেতা ও মেধাবী ছাত্র শাহাদাত হোসেনকে। তিনি পড়তেন চট্টগ্রাম কলেজে, থাকতেন সোহরাওয়ার্দী হলের ১৫ নম্বর কক্ষে। হল কমিটির কোষাধাক্ষ ছিলেন শাহাদাৎ। ১৯৮৪ সালের ২৮ মে নিজ কক্ষে তাকে জবাই করে হত্যা করে শিবির।
তারা আরো বলেন, ছাত্র সংগঠনগুলোর ভেতর দ্বন্দ্ব নতুন কিছু নয়। কিন্তু অপরাপর সংগঠনগুলোর সাথে শিবির বা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের মৌলিক পার্থক্য আছে। একাত্তরের ভূমিকার জন্য শিবির কখনো ক্ষমা চায়নি। তারা হিট লিস্ট বানিয়ে সরাসরি কিলিং মিশনে নেমেছিল। তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রাণ হারাতে হয় শাহাদাতকে। বক্তারা চট্টগ্রাম কলেজে শহীদ শাহাদাতের স্মৃতিস্থম্ভ তৈরি করে তার স্মৃতি সংরক্ষণের দাবি জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।