করোনা কবে অস্ত যাবে তোমার
সৃষ্ট মহামারি?
সম্পর্কগুলো আজ প্রশ্নবিদ্ধ
একাকীত্বের যন্ত্রণায় কাতর,
কেউ ছুটছে না কারো বিপদে
বুকে বেঁধেছে ভারী পাথর।
আজকাল আর কোথাও নেই
হাসি খুশির সরব সকাল,
অস্ত গেছে অট্টহাসি আর
আড্ডায় ভরা বিকাল।
বাতাসটা বডড বিষমাখা
নেই বিন্দুমাত্র স্বস্তি,
বুকভরা নিঃশ্বাস আজ বাধাগ্রস্ত
ভীষণ রকম অস্বস্তি।
প্রকৃতি মেতেছে তার প্রতিশোধে
নিচ্ছে হিসেব প্রতিনিয়ত,
ভারাক্রান্ত দুঃসংবাদে মানুষ
মনোবল হারাচ্ছে প্রতিনিয়ত।
মনটা হয়েছে ভীষণ ফ্যাকাশে
অবিশ্বাসে ভরা নিঃশ্বাস,
পৃথিবী কবে হবে স্বাভাবিক
ভেবে ফেলছি দীর্ঘশ্বাস।
ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যেতে
হতে হবে ভীষণ সক্রিয়,
করোনাকে নির্মূলের চেষ্টা নিয়ে
করবো তাকে নিষ্ক্রিয়।