হে কিতাবীরা! ইব্রাহিম সম্পর্কে কেন ঝগড়া করছো? তাওরীত ও ইনজিল তো অবতীর্ণ হয়নি, কিন্তু তার পরে। সুতরাং তোমাদের কি বিবেক নেই?
– আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:৬৫) সূরা আ-ল-ই ‘ইমরান’।
আল্লাহ বললেন- মর্যাদা বিশিষ্ট জিনিসগুলো কি কি? হযরত মোহাম্মদ (দ.) বলিলেন, লোকদের আহার করানো, মিষ্টি কথা বলা এবং মানুষের নিদ্রাকালে রাত্রে নামাজ পড়া।
– আল-হাদিস (তিরমিজী)
অস্থির মানসিকতা স্বাস্থ্য এবং শান্তি দুটোতেই বিঘ্ন সৃষ্টি করে।
– আফরাবেন।