রাউজানের এক শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করে অশোভন ইঙ্গিত করার অভিযোগ পেয়ে পুলিশ মো. সোহেল হোসেন আরজু (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল তাকে মামলার আসামি হিসাবে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত ওই যুবককে জেল হাজতে পাঠান।
জানা যায়, পশ্চিম গহিরা ইউনুছ সুফিয়া চৌধুরী পাবলিক স্কুলের ওই শিক্ষার্থী গত ২৫ মে নিজের রক্তের গ্রুপ নির্ণয়ের জন্য স্থানীয় একটি ডায়াগনস্টিকে যায়। কাজ শেষে ছোট ভাইকে সাথে নিয়ে বাড়ি ফেরার পথে পশ্চিম গহিরা ব্রিকফিল্ড রাস্তার মাথায় দাঁিড়য়ে স্থানীয় বখাটে আরজু, ইমন ও মো. মামুন নামে তিন যুবক ওই শিক্ষার্থীকে ঢিল ছুঁড়ে মারে। তারা কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি ও অশ্লীল-অশোভন কথাবার্তা বলে। এই ঘটনার পর শিক্ষার্থী ঘরে গিয়ে পরিবারকে জানালে তার মা বুধবার থানায় গিয়ে বখাটদের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে এক আসামিকে বুধবার গ্রেপ্তার করে।