হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
সেই সাথে বর ও কনেপক্ষকে পনের হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার (২৭ মে) আসরের নামাজের পর দক্ষিণ পাহাড়তলীর ফতেয়াবাদস্হ লালিয়ারহাট এলাকায় এ বিয়ে বন্ধ করা হয়।
ভ্রাম্যমাণ অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ জানান, আজ বৃহস্পতিবার উক্ত এলাকায় লালিয়ারহাট নামক স্থানে বাল্যবিয়ের সংবাদ অবহিত হয়ে ইউএনও মোহাম্মাদ রহুল আমিনের নির্দেশে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।
এ সময় ফতেয়াবাদস্থ পাহাড়তলী এলাকার লালিয়ারহাটের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. মোরশেদ আলমের সাথে মেখল ইউনিয়নের পূর্ব মেখলের মৃত গাজী বাবুলের ১৫ বছর ২ মাস ১৩ দিন বয়সের (এ বয়স জন্ম নিবন্ধন অনুসারে) কন্যার বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ বাল্যবিবাহ বন্ধ করে দিয়ে সরকারি নিয়ম অমান্য করায় বরপক্ষকে ১০ হাজার টাকা ও কনেপক্ষকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে দেন বলে গণমাধ্যমকে জানান।