মাদক প্রতিরোধে চাই সমন্বিত উদ্যোগ

চকবাজারে কারিতাসের সভায় বক্তারা

| বুধবার , ২৬ মে, ২০২১ at ১১:২৩ পূর্বাহ্ণ

কারিতাসের চট্টগ্রাম অঞ্চলের স্মাইল প্রকল্প চকবাজার কাউন্সিলিং সেন্টারের উপদেষ্টা কমিটির সভা প্রকল্পের চট্টেশ্বরী অফিসে গত ২৪ মে চকবাজার কাউন্সিলিং সেন্টারের ইনচার্জ সুরেশ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন এডুকেটর শাহরিয়ার শিমুল। সভায় বক্তারা একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, মাদক প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা ছাড়া কোন বিকল্প নেই। সভায় স্বাগত বক্তব্য রাখেন দেবব্রত পাল। সংরক্ষিত নারী কাউন্সিলর রুমকি সেন গুপ্তের উপস্থিতিতে জয়নগর ক্লাবের সভাপতি নাজিমুদ্দিন, দরবার শরীফের প্রতিনিধি শাহজাদা ছৈয়দ ছরোয়ার আলম, মিসকিন শাহ মাজার জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মুছাসহ নয় সদস্যের উপদেষ্টা পরিষদ গঠিত হয়। সভায় নাজিমউদ্দিনকে উপদেষ্টা কমিটির আহ্বায়ক মনোনীত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি শুরু
পরবর্তী নিবন্ধপ্রস্তুতি ম্যাচ না খেলায় দলের ঘাটতি দেখছেন জামাল ভূইয়া