চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে চট্টগ্রামের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এখন ঢাকায় অবস্থান করছেন। আগামী ২৯ ও ৩০ মে’র মধ্যে বহুল আলোচিত চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা হতে পারে। এমন খবর ছড়িয়ে পড়ায় নতুন কমিটির সম্ভাব্য পদ প্রত্যাশীরা গত কয়েক দিন ধরে ঢাকায় কেন্দ্রীয় নেতাদের কাছে তদ্বিরে ব্যস্ত রয়েছেন। নেতাদের পাশাপাশি তাদের অনুসারীরাও ঢাকায় অবস্থান করার খবর পাওয়া গেছে। উল্লেখ্য, ২০০১ সালে অ্যাডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিনকে আহ্বায়ক করে তিন মাসের জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এরপর দীর্ঘ ২০ বছরে কোন সম্মেলন হয়নি নগর স্বেচ্ছাসেবক লীগের। ইতোমধ্যে ১১ এপ্রিল ও ২৯ মে দুই দফা সম্মেলনের তারিখ ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত লকডাউনে তা বাতিল হয়। শেষ পর্যন্ত কেন্দ্র থেকেই কমিটি ঘোষণা করা হচ্ছে। এ ব্যাপারে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু আজাদীকে জানান, চট্টগ্রাম অনেক বড় জায়গা, এখানে অনেকগুলো বিষয় আছে। আমরা চেষ্টা করছি কমিটি দেয়ার জন্য। সবার বায়োডাটা চেয়েছি। এখনো পায়নি। বায়োডাটা পাওয়ার পর দেখে-শুনে সিদ্ধান্ত নেবো। বর্তমানে নগর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির শীর্ষ পদের জন্য নগর আওয়ামীলীগের প্রধান দুই গ্রুপের পাশাপাশি আরও দুটি উপ গ্রুপের নেতারাও শীর্ষ পদ পেতে আগ্রহী। উপ গ্রুপের দুই নেতা হলেন নগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাডভোকেট জিয়া উদ্দিন ও যুগ্ম আহবায়ক কেবি এম শাহজাহান। এ দুই নেতা তাদের কয়েকজন অনুসারীকে দলের শীর্ষ পদে দেখতে চান।
এদিকে নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ শীর্ষপদের জন্য নগর আওয়ামীলীগের প্রয়াত সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীনের অনুসারীদের তৎপরতা চোখে পড়ার মতো।
মহিউদ্দিন চৌধুরীর অনুসারীদের মধ্যে সভাপতি পদে আলোচনায় রয়েছেন স্বেচ্ছাসেবক লীগনেতা দেবাশীষ নাথ দেবু ও লালখান বাজারের কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, সাধারণ সম্পাদক পদে রয়েছেন আজিজুর রহমান সহ অনেকেই।
আ জ ম নাছিরের অনুসারীদের মধ্যে সভাপতি প্রার্থীদের মধ্যে রয়েছেন কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হেলাল উদ্দিন, নগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য আনোয়ারুল ইসলাম বাপ্পী। সাধারণ সম্পাদক পদে রয়েছেন আইন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সুজিত দাশ, আবদুর রশিদ লোকমান।
এদিকে নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট এ.এইচ.এম. জিয়া উদ্দিনের সাথে দীর্ঘদিন নগরীতে স্বেচ্ছাসেবক লীগের কর্মকান্ডে নিজেদের সক্রিয় রেখেছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আজাদ খান অভি। এছাড়াও এ গ্রুপে রয়েছেন অ্যাডভোকেট তসলিম উদ্দিন, শাহেদ আলী রানাও। অপরদিকে নগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক কে বিএম শাহজাহান তার অনুসারী দেবাশীষ আচার্য্য, জসীম উদ্দিন ও মনোয়ার জাহান মনিকে শীর্ষ পদে দেখতে চান বলে জানা গেছে। বর্তমান নগর স্বেচ্ছাসেবক লীগের ২১ সদস্যের কমিটির সদস্য নুরুল কবিরও পদ প্রত্যাশী বলে জানা গেছে।