বিভাগীয় কমিশনারকে মুক্তিযোদ্ধা সংসদের বিদায় সংবর্ধনা

| মঙ্গলবার , ২৫ মে, ২০২১ at ৭:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা দেশের অতন্দ্র প্রহরী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেয়ার কারণে আমরা স্বাধীন ও সার্বভৌম লাল সবুজের বাংলাদেশ পেয়েছি। দেশ স্বাধীন হওয়ার পেছনে বীর মুক্তিযোদ্ধাদের অবদান অবিস্মরণীয়। বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে সংবর্ধনা গ্রহণের সারাজীবনের জন্য অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এ সম্মান সর্বোচ্চ সম্মান ও ভবিষ্যতে কর্মজীবনে আরো বেশি সাহস যোগাবে। গতকাল সোমবার মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ড বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মহানগর ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে বিভাগীয় কমিশনারকে বিদায় সংবর্ধনা প্রদান করেন।
মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদের সভাপতিত্বে ও সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন, মো. নুর উদ্দিন ও মো. সরওয়ার আলম চৌধুরী মনি। উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে বিচারের সম্মুখীন করার দাবি
পরবর্তী নিবন্ধকালুরঘাট সেতু নিয়ে রেলমন্ত্রীর সাথে এমপি মোছলেমের সাক্ষাৎ