শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি

শিক্ষার্থীদের মানববন্ধন

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ মে, ২০২১ at ৬:৫২ পূর্বাহ্ণ

করোনার কারণে লাগাতার বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে হল খোলা ও কলেজের বেতন মওকুফেরও দাবি জানান শিক্ষার্থীরা। গতকাল সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এসব দাবি করেন শিক্ষার্থীরা। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে চবি শিক্ষার্থী নাসরিন বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আমাদের বাড়িতে থাকতে হচ্ছে। অসমাপ্ত শিক্ষাজীবন নিয়ে চাকরির সুযোগ নেই। দেশের সবকিছু সচল, কেবল শিক্ষাপ্রতিষ্ঠান অচল।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারদিন বলেন, ২০২১ সালের জানুয়ারিতে আমার অনার্স শেষ হওয়ার কথা। কিন্তু আমরা আজ কোথায়? বলা হচ্ছে ভ্যাকসিন দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠান খুলেই ভ্যাকসিন দেওয়া হোক। আরেক শিক্ষার্থী সাইফুর বলেন, আমাদের শিক্ষাজীবন ধ্বংসের পথে।
আগ্রাবাদ মহিলা কলেজের শিক্ষার্থী ফায়রোজা বলেন, আজকে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে, পরীক্ষা নেওয়ার কথা চলছে। কিন্তু দেশের অধিকাংশ শিক্ষার্থী গ্রামে থাকে। যেখানে নেট কানেকশন পাওয়াই বড় দায়। সেখানে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা করবে কিভাবে? চবি শিক্ষার্থী জহিরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে আরো অনেকে বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির গণিত বিভাগে ওয়েবিনার
পরবর্তী নিবন্ধপিসিআইইউ ভলান্টিয়ার্সের শেয়ারিং হ্যাপিনেস ইভেন্ট