জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপনকালে যাবতীয় কার্যক্রম পর্যালোচনা ও সামগ্রিক বিবেচনায় চট্টগ্রাম জেলার ১৪ উপজেলার মধ্যে জেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করেছে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ। একই বিবেচনায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২য় ও ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩য় স্থান অর্জন করে। এ উপলক্ষে গতকাল সোমবার নগরীর আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের অডিটরিয়ামে সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১ম স্থান অর্জনকারী সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মো. নুর উদ্দিন, ২য় স্থান অর্জনকারী লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মো. হানিফ ও ৩য় স্থান অর্জনকারী ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. নাবিল চৌধুরীর হাতে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা সিভিল সার্জন ও আন্দরকিল্লা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. মো. ওয়াজেদ চৌধুরী অভি, এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. মো. জাহিদ, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাগণ। প্রেস বিজ্ঞপ্তি।