ফেসবুক পেজে এনগেজমেন্ট বাড়ানোর ১৪ কৌশল

| সোমবার , ২৪ মে, ২০২১ at ৭:৩৩ পূর্বাহ্ণ

বর্তমান সময়ে ব্যক্তিগত যোগাযোগ রক্ষা ও ব্যবসার প্রচার-প্রসারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। অনেকেই ব্যবসা করার জন্য অথবা শখের বশে নিজের নামে বা বেনামে পেজ খোলেন। এসব পেজে মানুষ যাতে বেশি ভিজিট করে তার কিছু কৌশল রয়েছে। এরকম ১৪টি কৌশল নিচে দেয়া হল:
একসঙ্গে একাধিক কনটেন্ট প্রকাশ করবেন না
সময়ের দিকে নজর দিন
বস্তুনিষ্ঠ কনটেন্ট তৈরি করুন
ভিডিও তৈরি করুন
লাইভে যান
কনটেন্ট শেয়ার করুন
মানুষের মতামত জানুন
বুস্ট করুন
অন্য পেজগুলো দেখুন
নতুন বিষয়ে কনটেন্ট তৈরি করুন
মন্তব্যের জবাব দিন
হোস্ট গিভওয়ে ব্যবহার করুন
ফেসবুক গ্রুপের সঙ্গে যুক্ত রাখুন
পেজের এনগেজমেন্ট বাড়ানোর সর্বশেষ কৌশল হিসেবে একটি ফেসবুক গ্রুপ খুলুন এবং তার সঙ্গে পেজকে যুক্ত রাখুন। কেননা পেজটি গ্রুপের সদস্যদের নজরে এলে সেখানে অনেকেই লাইক করবেন। এ কৌশল অবলম্বন অনেকেই পেজের এনগেজমেন্ট বাড়ান।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৯১.৭৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধপ্রথম দিনেই মিলিয়ন ভিউ