হালদায় ডিম সংগ্রহকারীদের অনিশ্চিত অপেক্ষা

পরিদর্শনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব

রাউজান প্রতিনিধি | রবিবার , ২৩ মে, ২০২১ at ৮:০৩ পূর্বাহ্ণ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা পাড়ের মৎস্যজীবীরা এক অনিশ্চয়তার মধ্যে মা মাছের ডিম সংগ্রহের অপেক্ষায় আছেন। চলমান দাবদাহ আর অনাবৃষ্টির কারণে ডিম দেয়ার পরিবেশ সৃষ্টি হচ্ছে না বলে নদীর পাড়ের মৎস্যজীবীরা জানিয়েছেন। একই অভিমত হালদার মৎস্য সম্পদ নিয়ে গবেষণা করেন এমন বিশেজ্ঞদেরও।
বিরূপ আবহাওয়া ও ঘূণিঝড়ের আশংকার মধ্যে হঠাৎ করে গতকাল শনিবার হালদা নদী পরিদর্শনে এসেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের দুই কর্মকর্তা খালিদ মেহেদি হাসান ও চাহেল তস্তুরি। তারা সকালে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনকে সাথে নিয়ে হালদার সর্তার ঘাট থেকে মাছুঘোনা পর্যন্ত স্পীডবোডে নদী পরিদর্শন করেন। হালদার মৎস্য সম্পদ রক্ষা ও বিস্তারে কাজে নিয়োজিত এনজিও সংস্থা আইডি এফের টেকনিক্যাল অফিসার সাদ্দাম হোসেন জানিয়েছেন, পরিদর্শনকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা হালদা পাড়ের ডিম সংগ্রহকারীদের সাথে কথা বলে তাদের ডিম ফুটানোর প্রস্তুতি সম্পর্কে জানেন। পরিদর্শন করে নদী পাড়ের মাছুয়াঘোনা হ্যাচারিটিও। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাণি বিদ্যা বিভাগের অধ্যপক ড. মঞ্জুরুল কিবরিয়া জানিয়েছেন, হালদার মা মাছ ডিম দেয়ার অনুকূল পরিবেশের জন্য অপেক্ষায় আছে। বজ্রবৃষ্টির সাথে নদীর স্রোত সৃষ্টি হলে চলতি মাসের ২৪ থেকে ২৮ মে সময়ের মধ্যে মা মাছ ডিম ছেড়ে দেবে। তবে এই বিশেষজ্ঞের আশঙ্কা সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বয়ে গেলে এই সময়ে মা ডিম দেবে না। ঝড় পরবর্তী সময়ে অনুকূল পরিবেশে ডিম ছাড়বে।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্যবিধি মেনে স্কুল খুলে দেয়ার দাবি
পরবর্তী নিবন্ধআজ বঙ্গবন্ধুর জুলিও কুরি পুরস্কার পাওয়ার দিন