লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলীর খাদ্যসামগ্রী বিতরণ

| রবিবার , ২৩ মে, ২০২১ at ৭:২৩ পূর্বাহ্ণ

অনিরুদ্ধ বড়ুয়া (অনি) মেমোরিয়াল ট্রাস্ট এবং লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী ক্লাবের যৌথ উদ্যোগে গত ২০ মে মহেশখালী উত্তর নলবিলা গ্রামের নবাংকুর বিহার প্রাঙ্গণে গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কর্মসূচিতে ট্রাস্টের পক্ষে উপস্থিত ছিলেন সুজন প্রসাদ বড়ুয়া, ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন লায়ন সরোজ বড়ুয়া, বিহারের ভদন্ত ধর্মমিত্র ভিক্ষু এবং গ্রামের চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত সকলে এই উদ্যোগের ভূয়শী প্রশংসা করেন এবং আশা করেন আগামীতেও ট্রাস্ট এবং ক্লাব দুস্থদের মাঝে সাহায্যের জন্য এগিয়ে আসবেন। উপস্থিত সকলে এই মহতি উদ্যোগের জন্য ট্রাস্টের চেয়ারম্যান প্রাক্তন লায়ন্স গভর্নর লায়ন রূপম কিশোর বড়ুয়ার প্রতি কৃতজ্ঞতা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশ পরিচালনার আহ্বান
পরবর্তী নিবন্ধলরেন্স সুব্রত হাওলাদারের আর্চবিশ হিসেবে অভিষেক