রিতার আব্বু আজ বেতন পেয়েছেন। সাথে ইদের বোনাসও। রিতার বাবা বাসায় এসে রিতাকে জিজ্ঞাসা করলেন
রিতার আব্বু- রিতা তুমি কত পর্যন্ত গণনা করতে শিখেছো?
রিতা- বাবা আমি শতক পর্যন্ত গণনা করতে শিখেছি!
রিতার আব্বু- তাহলে চলো আজ তোমাকে হাজার পর্যন্ত গণনা করা শেখাই
রিতা- ঠিক আছে, বাবা। চলো শিখি।
এবার রিতার বাবা উনার ব্যাগ থেকে অনেকগুলো টাকা বের করলেন। উনি টাকাগুলো বিছানার উপর রেখে রিতাকে বললেন যে আমরা এখন এগুলোকে গুচ্ছ করবো।
রিতার আব্বু- কয়টা দশক মিলে এক শতক হয়?
রিতা- বাবা, ১০টি।
রিতার আব্বু- আর কয়টি শতক মিলে এক হাজার হয়?
রিতা- বাবা, ১০টি।
রিতার আব্বু- বাহ, তুমি তো অনেক কিছু জানো!!
রিতা- সব বই থেকে পড়েছি, বাবা!!
রিতার আব্বু- তাহলে চলো এবার ১০০ টাকার নোটগুলো দিয়ে ১০টি করে গুচ্ছ তৈরি করি!
রিতার আব্বু ব্যাগ থেকে মোট ৬৩টি ১০০ টাকার নোট এবং ৬৩টি ১০ টাকার নোট বের করলেন।
প্রথমে ১০০ টাকার নোটগুলোকে ১০ করে গুচ্ছ তৈরি করা হলো। ৬টি পূর্ণ গুচ্ছে মোট ৬০০০ টাকা হলো, এবং বাকি ৩টি নোট মিলে হলো ৩০০ টাকা। সর্বমোট ৬৩০০ টাকা পেলাম ১০০ টাকার নোটগুলোকে গণনা করে।
রিতার আব্বু- এবার চলো ১০ টাকার নোটগুলোকেও এভাবে সাজাই।
একই ভাবে ৬৩টি ১০ টাকার নোট ১০ করে গুচ্ছ তৈরি করা হলো। ৬টি পূর্ণ গুচ্ছে মোট ৬০ টাকা হলো, এবং বাকি ৩টি নোট মিলে হলো ৩০ টাকা। সর্বমোট ৬৩০ টাকা পেলাম ১০ টাকার নোটগুলোকে গণনা করে।
রিতার আব্বু- তাহলে এবার বলোতো, ১০০ টাকা ও ১০ টাকার নোটগুলো একসাথে করলে মোট কতো টাকা হয়?
রিতা- এটা তো খুবই সহজ বাবা!! আমরা প্রথমে একক, তারপর দশক, তারপর শতক এবং সবশেষে হাজারের স্থানীয় মানগুলোকে যোগ করবো।
১০০ টাকার নোটের সমষ্টি হলো ৬৩০০ আর ১০ টাকার নোটের সমষ্টি হোল ৬৩০ টাকা। দুইটির যোগফল হলো ৬৯৩০ টাকা।
রিতার আব্বু- চমৎকার!! রিতা, তুমিতো খুব সুন্দর করে আমাকে নিয়মটা বুঝিয়ে দিলে!! বাহ!
রিতা- ধন্যবাদ বাবা! এটা আমার কাছে খুব সহজ লাগে। আর অনেক বড় সংখ্যা হলে আমি খাতায় উপরের ছকটির মত ছক তৈরি করে নেই। তাহলেই আর আমার গণনা সঠিক হয়।
তাহলে এবার বলো তো, ২৫টি ১ টাকার নোট, ৩৪টি ১০ টাকার নোট এবং ৯টি ১০০ টাকার নোট মিলে কতো টাকা হবে?
সঠিক উত্তর
৯টি ১০০ টাকা= ৯০০ টাকা
৩৪টি ১০ টাকার নোট= ৩৪০ টাকা
২৫টি ১ টাকার নোট= ২৫ টাকা
৯০০+৩৪০+২৫=১২৬৫ টাকা
চাইলে তমার বাসায় ভাইবোন বা আশেপাশের বন্ধুদেরও শেখাতে পারো এই পদ্ধতিগুলো। অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং মাস্ক পরবে।
আগামী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবো, এবং গণনা করা চালিয়ে যাবো।
বিদায়।
এই ক্লাসটি ছবিসহ করতে চাইলে নিচের লিঙ্কে যাই।
G4_Math_ PDF_Shikkha Onirban1
কন্টেন্ট লেখক: আসিমা তাসনিম, ফেলো, ২০২০ কোহর্ট, টিচ ফর বাংলাদেশ