জাতীয় পার্টি : নিরীহ ফিলিস্তিনি নারী ও শিশুদের নির্মমভাবে হত্যা এবং বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি সোলায়মান আলম শেঠের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. এয়াকুব হোসেনের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন মহানগর সহ-সভাপতি সালামত আলী, আবু জাফর মাহমুদ কামাল, মোহাম্মদ আলী, ছগির আহমদ সোহেল, যুগ্ম সাংগঠনিক ইরশাদুল হক সিদ্দিকী, নগর জাপা নেতা শেখ আকতার, রাশেদুল হক খোকন, ছবির আহমদ, এম. শফিউল আজম লিটন, ফজলে হাসান শাহীন, সুলতানা রহমান, রোকেয়া সুলতানা, পারুল আক্তার, মিনহাজ, নজরুল ইসলাম, নুরুল হুদা জুজু, আবদুল হামিদ, মো. দিদার, আবদুর রব, জহুর উদ্দিন জহির, গোলাম কিবরিয়া প্রমুখ। মানববন্ধনে বক্তারা সারাদেশে ইসরাইলের পণ্য বর্জন করার আহ্বান জানান। শেষে ইসরাইলি প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করা হয়।
সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, ফিলিস্তিনের গাজায় ইসরাইলের অব্যাহত হামলার প্রতিবাদে সীতাকুণ্ডে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর উপজেলার ভাটিয়ারীস্থ শহীদ মিনার প্রাঙ্গনে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জামাত সীতাকুণ্ড উপজেলা শাখা। এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ভাটিয়ারী শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, আহলে সুন্নত সীতাকুণ্ড উপজেলা সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, মাওলানা আবুল হাসান ওমায়ের রজবী, মাওলানা আলী সিদ্দিকী, মাওলানা মুজিব উদ্দিন, মাওলানা আবু কায়সার, আওয়ামী লীগ নেতা খায়রুল আজম জসিম, আবদুস সালাম, মো. নুরউদ্দিন, ছাত্রনেতা আলী আকবর, আবু মুসা, তাওহিদুল আলম রিপন, মাওলানা নাসির উদ্দিন, আলাউদ্দিন, মাওলানা খোরশেদ আলম, জসিম উদ্দিন মিয়াজী, মোবারক হোসেন সওদাগর, মঞ্জুর এলাহী প্রমুখ।
ইমাম আহমদ রেযা ট্রাস্ট : আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত সদরঘাট থানা ও ইমাম আহমদ রেযা (রহ.) ট্রাস্ট’র যৌথ ব্যবস্থাপনায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ গতকাল শুক্রবার বাদ জুমা নিউ মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয়। সদর ঘাট থানা আহলে সুন্নাত সভাপতি মাওলানা জসিম উদ্দিন আলকাদেরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা সৈয়দ জালাল উদ্দিন আল আযহারী। প্রধান বক্তা ছিলেন মাওলানা ফজল আহমদ। বিশেষ অতিথি ছিলেন মাস্টার আবুল হোসেন। ইমাম আহমদ রেযা (রহ.) ট্রাস্ট’র সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ নুরুল আলমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল করিম আলকাদেরী, মাওলানা সেকান্দর হোসেন জিহাদী, ডা. মোহাম্মদ হিরু, মো. শাহজাহান, মো. মহিউদ্দিন মনির, সরওয়ার মোর্শেদ টিপু, আসাদুল হক রেজভী, নুর রায়হান চৌধুরী, কফিল উদ্দিন জিতু, নাসির আহমদ মিন্টু, ইরফান উদ্দিন, আরিফ আহমদ, মো. জামশেদ চৌধুরী প্রমুখ।
আহলে সুন্নাত মহানগর ইউনিট : ইসরায়লি বর্বরতার বিরুদ্ধে গতকাল শুক্রবার বাদে জুমা আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আগ্রাবাদ সিডিএ কেন্দ্রীয় জামে মসজিদ সম্মুখস্থ চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা আহলে সুন্নাত সহ সভাপতি এইচ এম মুজিবুল হক শুক্কুরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা সহ সভাপতি এস এম সিরাজ উদ্দিন তৈয়বী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ এরশাদ উল্লাহ সোলায়মান ঈছাপুরী। বক্তব্য রাখেন আক্কাস উদ্দিন খোন্দকার, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, এইচ এম নাসির উদ্দীন, আহমদ রেজা, হাফেজ মাওলানা নেজাম উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ আব্দুর রহিম চৌধুরী, শহিদুল হক বাবুল চৌধুরী, মুহাম্মদ আরিফ উদ্দিন প্রমুখ।
গাউছিয়া কমিটি ৭ নম্বর ওয়ার্ড : ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে গাউছিয়া কমিটি ৭ নং ওয়ার্ড শাখার উদ্যোগে মানববন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিল গতকাল বাদে জুমা মুরাদপুর চত্বরে মোহাম্মদ জাহাঙ্গীর আলম সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মোহাম্মদ ছাগীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার। বিশেষ অতিথি ছিলেন এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, নগর গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে মাহাবুবুল আলম, তসকির আহমদ, আল্লামা মনির উদ্দিন সোহেল, এরশাদ খতিবি, সেকান্দার মিয়া, হাজী মুছা খান। বক্তারা অবিলম্বে ফিলিস্তিনকে আগ্রাসন মুক্ত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. আব্দুল মতিন, হাজী অহিদুল আলম, জানে আলম, এনামুল হক, আবুল কালাম, মোহাম্মদ ঈসা, মোহাম্মদ জামাল উদ্দিন, মোমেনুর রহমান দায়েমি, ইউছুপ কোম্পানি, মুবিন, নিজাম, সোলতান, দিদার প্রমুখ।
আহলে সুন্নাত ওয়াল জামাত পতেঙ্গা থানা : ফিলিস্তিনে মুসলমানদের উপর বর্বরোচিত হামলা ও মসজিদুল আকসায় মুসল্লিদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আহলে সুন্নাত ওয়াল জামাত পতেঙ্গা থানার উদ্যোগে কাটগর চত্বরে অনুষ্ঠিত হয়। জাবেদ হোসাইন ও ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন তুষারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ পতেঙ্গা থানার সভাপতি আল্লামা আব্দুর রহীম তৈয়্যবী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত পতেঙ্গা থানার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সাদ্দাম হোসাইন, বিশেষ বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা পতেঙ্গা থানার সভাপতি এম শাহেদুল আলম মুন্না, আব্দুর রহিম, ওয়াহিদুল আলম। এসময় আরো বক্তব্য রাখেন ওমর ফারুক, আকরাম উদ্দিন রাজিব, ইঞ্জিনিয়ার টিপু, ইমাম হাসান, মিজানুর রহমান, মো. উজ্জল, মো. ইকবাল, টিপু প্রমুখ। বিক্ষোভ মিছিলটি গার্লস কলেজ মোড় থেকে শুরু হয়ে কাটগড়ে এসে শেষ হয়।
চিকনদন্ডী ইউনিয়ন : ফিলিস্তিন জনগণের উপর বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত ১২নং চিকনদন্ডী ইউনিয়ন ও ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, চিকনদন্ডী ইউনিয়নের সভাপতি সৈয়দ মো. হাসান মাসুদের সভাপতিত্বে এবং গিয়াস উদ্দিন হিরু পরিচালনায় এতে বক্তব্য রাখেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক মো. আলী ফারুক চৌধুরী, উত্তর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ সাধারণ সম্পাদক মাওলানা ছৈয়দ মফজল আলম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, হাটহাজারী উপজেলার সহ সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, মোহাম্মদ হোসাইন, মো. শওকত আলী, মোহাম্মদ আজিম, ওসমান চৌধুরী, ওসমান মুন্সি, মো. ইমদাদুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ বয়ান, মোহাম্মদ গোফরান, মো. কাজী আসাদুজ্জামান, মো. রাশেদুল ইসলাম রাসেল, মোহাম্মদ আমির হোসেন মুন্সী, মো. শওকত, হাফেজ মো. মামুন, আলী আকবর, ফকরুদ্দিন জমির, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ তারেক মোহাম্মদ জীবন প্রমুখ।