চন্দনাইশে মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ২১ মে, ২০২১ at ৬:৪৯ অপরাহ্ণ

চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে মদ ও ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের নাম মো. হারুন (৪০) ও মো. অলি আহমদ (৩৭)।
গতকাল বৃহস্পতিবার বিকাল ও রাতে পুলিশ উপজেলার বরকল মৌলভী বাজার ও চন্দনাইশ পৌরসদর এলাকায় পৃথক এ অভিযান চালায়।
পুলিশ জানায়, বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ মজুদের সংবাদ গোপন সূত্রে পেয়ে চন্দনাইশ থানার একদল পুলিশ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার বরকল ইউনিয়নের মৌলভী বাজারের পূর্ব পাশে আবদুল ওদুদ এর নতুন বাড়িতে অভিযান চালায়। এসময় ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবদুল ওদুদের পুত্র মো. হারুনকে গ্রেপ্তার করা হয়।
ওইদিন রাতে পুলিশের অপরদল চন্দনাইশ পৌরসদরস্থ হাসপাতাল মোড়ের পশ্চিম পার্শ্বে রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করে।
এ সময় চন্দনাইশ পৌরসভার ৫নং ওয়ার্ড দক্ষিণ জোয়ারা জিহস ফকিরপাড়ার পন্ডিতের বাড়ি এলাকার মৃত আছহাব মিয়ার পুত্র মো. অলি আহমদকে গ্রেপ্তার করা হয়।
মদ ও ইয়াবা উদ্ধারের ঘটনায় চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, মদ ও ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ২ জনকে আজ শুক্রবার (২১ মে) আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে।

পূর্ববর্তী নিবন্ধপেটের ভেতর ৩ হাজার ইয়াবা, বের করানো হলো পায়ুপথে
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আম কুড়াতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু