মানবতার সেবায় বিজিএমইএ করোনা হাসপাতালের কার্যক্রম অব্যাহত থাকবে

পরিদর্শনকালে নেতৃবৃন্দ

| শুক্রবার , ২১ মে, ২০২১ at ৬:৪৭ পূর্বাহ্ণ

বিজিএমইএর নব-নির্বাচিত সহসভাপতি রাকিবুল আলম চৌধুরীর নেতৃত্বে নগরীর সল্টগোলাস্থ বিজিএমইএ করোনা ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেছেন নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার হাসপাতাল পরিদর্শনকালে রাকিবুল আলম চৌধুরী বলেন- বৈশ্বিক মহামারী করোনা গোটা বিশ্বকে যে বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে তা থেকে উত্তরণের লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বিজিএমইএ সল্টগোলা এলাকায় অবস্থিত বিজিএমইএ হাসপাতালকে ৫০ শয্যার কোভিড-১৯ ফিল্ড হাসপাতালে রূপান্তর করে। চট্টগ্রাম অঞ্চলের পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীসহ স্থানীয় দরিদ্র জনসাধারণের করোনা সংক্রমণজনিত স্বাস্থ্যসেবায় বিজিএমইএ করোনা ফিল্ড হাসপাতাল চলমান দুর্যোগকালে মানবতায় সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। হাসপাতাল স্থাপনে তিনি বিজিএমইএর পূর্বতন পরিচালনা বোর্ড ও সদ্য প্রাক্তন প্রথম সহ-সভাপতি ও পরিচালক এম.এ. সালামকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র পরিচালক এমডি.এম মহিউদ্দিন চৌধুরী, হাসান (জ্যাকি), এম. এহসানুল হক, মিরাজ-ই-মোস্তফা (কায়সার)। উল্লেখ্য, চট্টগ্রামের এই বিজিএমইএ হাসপাতালে মেটারনিটি সহ অন্যান্য চিকিৎসা সুবিধাদিও এতদ্‌্‌অঞ্চলের হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসামার সেমিস্টারে চলছে শেষ পর্যায়ের ভর্তি
পরবর্তী নিবন্ধ৫০ বছর বয়সে এমন চমক!