১৪৭১ জার্মান রেনেসাঁসের সর্বশ্রেষ্ঠ শিল্পী ও বিজ্ঞানী আলব্রেখট ড্যুরের-এর জন্ম।
১৬৩৯ ইতালীয় কবি ও দার্শনিক তম্মাজো কাম্পানেল্লা-র মৃত্যু।
১৬৮৮ ইংরেজ কবি আলেকজান্ডার পোপ-এর জন্ম।
১৭৪৪ ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ শুরু হয়।
১৮৩৫ কবি বিহারীলাল চক্রবর্তীর জন্ম।
১৮৪০ ক্যাপটেন উইলিয়াম হবসন সফন নিউজিল্যান্ডে ব্রিটিশ সার্বভৌমত্ব দাবি করেন।
১৮৪৪ ফরাসি চিত্রশিল্পী আঁরি রুশো-র জন্ম।
১৮৫১ অস্ট্রেলিয়ায় স্বর্ণ আবিষ্কৃত হয়।
১৮৫৫ বেলজীয় কবি এমিল ভেরহ্যারেন-এর জন্ম।
১৮৬০ হৃদরোগ চিকিৎসায় ইলেকট্রোকার্ডিওগ্রাফির প্রবর্তক ওলন্দাজ চিকিৎসক উইলিয়াম আইটোফোন ডাচ-এর জন্ম।
১৮৯১ গবেষক বিজ্ঞানী ও হোমিওপ্যাথ ডা. উইলিয়াম আর্নেস্ট বয়েড-এর জন্ম।
১৮৯৫ অস্ট্রীয় সংগীতস্রষ্টা ফ্রানজ ফন সাপ্পে-র মৃত্যু।
১৮৯৮ অস্ট্রীয়/মার্কিন জীববিজ্ঞানী পাউল আলফ্রেড ভেইস-এর জন্ম।
১৯১৬ মার্কিন ঔপন্যাসিক হ্যারল্ড রবিন্স-এর জন্ম।
১৯২০ গ্রেট বেঙ্গল সার্কাসের প্রতিষ্ঠাতা প্রিয়নাথ বসুর মৃত্যু।
১৯২১ নোবেলজয়ী (১৯৭৫) রুশ পরমাণু বিজ্ঞানী আন্দ্রে সাখারভ-এর জন্ম।
১৯২৩ হামবুর্গে আন্তর্জাতিক শ্রমিক-সমাজবাদী কংগ্রেস শুরু হয়।
১৯২৭ চার্লস লিন্ডবার্গ প্রথম সাফল্যের সঙ্গে একাকি বিমানে আটলান্টিক পাড়ি দেন।
১৯২৮ জাপানি অণুজীববিদ হিডেও নোগুচি-র মৃত্যু।
১৯৩৪ নোবেলজয়ী (১৯৮২) সুইডিশ জীববিজ্ঞানী ইঙ্গমার সামুয়েলসনের জন্ম।
১৯৩৫ নোবেলজয়ী (১৯৩১) মার্কিন সমাজবিদ জেন অ্যাড্যামস-এর মৃত্যু।
১৯৩৫ বেলুচিস্তান সংলগ্ন কোয়েটায় বিধ্বংসী ভূমিকম্প হয়।
১৯৩৮ বেঙ্গল মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়।
১৯৬৪ নোবেলজয়ী (১৯২৫) জার্মান-মার্কিন পদার্থবিদ জেমস ফ্র্যাংক-এর মৃত্যু।
১৯৭৫ ব্রিটিশ মহিলা ভাস্কর বারবারা হেপওয়ার্থ-এর মৃত্যু।
১৯৯১ ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী নিহত হন।
১৯৯৪ ‘সওগাত’ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের মৃত্যু।
১৯৯৪ দক্ষিণ ইয়েমেন স্বাধীনতা ঘোষণা করে।