চট্টগ্রামে আরো দুই মৃত্যু, নতুন শনাক্ত ১৬৮

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২১ মে, ২০২১ at ৬:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নগরীর এবং অপরজন উপজেলার বাসিন্দা। এ নিয়ে গত বছরের ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট ৫৯০ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ৪৩২ জন মহানগরীর ও ১৫৮ জন উপজেলার বাসিন্দা। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ১৪৬টি নমুনা পরীক্ষা হলে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৬৮ জন।
তথ্য মতে, চট্টগ্রামে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ১৯১ জনে। এর মধ্যে মহানগরীর বাসিন্দা ৪১ হাজার ৭২৬ জন এবং উপজেলার বাসিন্দা ১০ হাজার ৪৬৫ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৪ লাখ ৫২ হাজার ৬২৭টি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৫২ হাজার ১৯১ জনের। সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৯১টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ৩০ জন ও উপজেলার ২০ জনের পজেটিভ শনাক্ত হয়। বিআইটিআইডিতে ৩৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ২৩ জন ও উপজেলার ৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ৮ জন ও উপজেলার ৩ জনের পজেটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম ভেটেরিনারী ইউনিভার্সিটিতে ১৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯ জন নগরীর ও উপজেলার ৯ জনের পজেটিভ শনাক্ত হয়। কঙবাজার মেডিকেল কলেজে ২৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে উপজেলার ৩ জনের পজেটিভ শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ৫২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ১১ জন ও উপজেলার ১ জনের পজেটিভ শনাক্ত হয়েছে। শেভরণে ২৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ১৩ জন ও জেলার ৭ জনের পজেটিভ শনাক্ত হয়। মা ও শিশু হাসপাতালে ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ১ জন ও উপজেলার ১ জনের পজিটিভ শনাক্ত হয়। আরটিআরএলএ তে ২৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ৬ জন ও উপজেলার ১ জনের পজেটিভ শনাক্ত হয়। মেডিকেল সেন্টার হাসপাতালে ১৭ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ৪ জন ও উপজেলার ১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে গতকাল বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধদেশে এক দিনে ৩৬ মৃত্যু, শনাক্ত ১৪৫৭
পরবর্তী নিবন্ধসড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি