‘কাতারে আগে যেতে পারলে ভাল হতো’

| বৃহস্পতিবার , ২০ মে, ২০২১ at ১১:০১ পূর্বাহ্ণ

বিশ্বকাপ বাছাই উপলক্ষে দেশে ও কাতারে দুই দফা প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। দেশের প্রস্তুতি শুরু হয়েছে। কিন্তু কাতারে যাওয়ার দিনক্ষণ চূড়ান্ত হয়নি এখনও। দলের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস চাইছেন, একটু আগেভাগে কাতারে গিয়ে প্রস্তুতি সারতে। গিয়েই যেন ম্যাচ খেলতে নামতে না হয়। অন্তত তিন দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। ওয়াটকিস তাই চাইছেন একটু আগে দোহায় পৌঁছাতে। ‘আসলে আমরা যত দ্রুত সম্ভব কাতারে যেতে চাই। কেননা সেখানে গিয়ে কয়েকটা দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

পূর্ববর্তী নিবন্ধক্যাম্পে করোনার থাবা, তবে আতঙ্কিত নন ফুটবলাররা
পরবর্তী নিবন্ধকোয়ারেন্টিন শেষে শ্রীলংকার প্রস্তুতি শুরু