প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সচেতন নাগরিক গণউন্নয়ন পরিষদের আলোচনা সভা গত ১৭ মে ২৫ নং রামপুর ওয়ার্ডে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক গণউন্নয়ন পরিষদের সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন। বিশেষ অতিথি ছিলেন থানা আওয়ামী লীগ নেতা রোকশেদ খান। বিশেষ বক্তা ছিলেন হালিশহর থানা যুবলীগ নেতা আবদুল রহিম রিপন, থানা যুবলীগ নেতা মো. সিরাজ, জেলা মহিলা যুবলীগ নেত্রী সেলু আক্তার, আবদুল আজিজ ইমন, নুরুল ইসলাম টিপু, রাব্বী, শেখ সাঈদী প্রমুখ। সভা পরিচালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. আনিছ।বক্তারা বলেন, ১৯৮১ সালে ১৭ মে থেকে চার যুগে দুঃসময় জয় করে বাংলাদেশকে উন্নয়নের পথে পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেস বিজ্ঞপ্তি।