চান্দগাঁওয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার

আজাদী অনলাইন | বুধবার , ১৯ মে, ২০২১ at ৩:২৬ অপরাহ্ণ

নগরের চান্দগাঁও থানাধীন খাজা রোডে লিমা আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ মে) রাত সাড়ে ১০টার দিকে ছাত্তার কোম্পানি বাড়ির বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লিমা আক্তার বলিরহাট এলাকার প্রবাসী সারওয়ারের স্ত্রী।

লিমা’র পিতা আব্দুল খালেক বলেন, ‘আমার মেয়ে আত্মহত্যা করেনি। দেবর আলাউদ্দীন তাকে হত্যা করেছে। হত্যা করার পরে বাথরুমের দরজা বন্ধ করে রেখেছিল। আলাউদ্দীন ও তার মা-বাবা বাসা থেকে পালিয়ে গেছে। আমার ১ বছর দশ মাসের একটি নাতিও আছে। লিমা আক্তারে স্বামী সারওয়ার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কাজ করে।’-বাংলানিউজ

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে জেনেছি-লিমা আক্তার কথা বলতে বলতে বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছিল। পরিবারের লোকজন দরজা ভেঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে উদ্ধার করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, রাত সোয়া ১২টার দিকে ওই গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৬
পরবর্তী নিবন্ধবকেয়ার দাবিতে ইপিজেড মোড়ে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের